আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে বন্যার পানি দেখতে গিয়ে দুই সহোদর ভাই পাঁচদিন যাবত নিখোঁজ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

গত বৃহষ্পতিবার (৩০শে জুলাই-২০২০) দুই সহোদর সালেহীন সিদ্দিক সুফি(১৩)ও সাঁকরান সাজিদ সানি(৬) পাঠানটোলা বাসা থেকে পানি দেখতে ধামরাইয়ের হাজীপুর ব্রিজে বন্যার পানি দেখার জন্য তার মার কাছে কথা বলে বের হয়ে সালেহুন সিদ্দিক সুফি (১৩) ও সাকরান সাজিদ সানি (৬) নামে আপন দুই ভাই গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ সালেহুন সিদ্দিক সুফি (১৩) ধামরাই পৌর শহরের বিজয় নগর একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ও সাকরান সাজিদ সানি (৬) পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেজি শ্রেণির ছাত্র। তাদের বাবা মনিরুল ইসলাম ঝিনাইদহের মহেশপুরের বাথানগাছির আব্দুর রাজ্জাকের ছেলে।
মনিরুল ইসলাম বর্তমানে ধামরাই পৌরসভার পাঠানটোলা মহল্লায় নাসিমের বাড়িতে ভাড়া থেকে মুন্নু সিরামিক কোম্পানীতে চাকুরী করে।
তাদের পিতা মনিরুল ইসলাম শান্ত ঐ দিনই ধামরাই থানায় নিঁখোজ ডায়েরী করেন।
নিখোঁজ সুফি ও সানির পিতা মনিরুল ইসলাম বলেন- গত পাঁচদিন যাবত আমার দুই সন্তানকে খুঁজে বেড়াচ্ছি।মাইকিং করা সহ ইঞ্জিন চালিত সেলু মেশিন নিয়ে পানি পথে কয়েক মাইল গিয়ে পানিতে তাদের খুঁজেছি। ধামরাই থানা পুলিশও তাদের খুঁজে নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ