আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন

পেকুয়া, প্রতিনিধি:

নারীর সমঅধিকার, সমসুযোগ – এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯১০ সালের ৮ মার্চ থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষ্যে ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত ইকোফিশ-২ প্রকল্পের আয়োজনে রবিবার কক্সবাজার সদর উপজেলায় কুতুবদিয়াপাড়ায় মৎস্যজীবী পরিবারের সাথে দিবসটি উৎযাপন করা হয়।
মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন মৎস্যজীবী পরিবারের নারীদের দিবসটির গুরুত্ব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মনোমুগ্ধকর পরিবেশে আলোচনা সভাটির আয়োজন করা হয়। আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার বিষয়ে আলোকপাত করা হয়।
আলোচনা সভায় নারীদের আয় ও পুষ্টি উন্নয়ন দল (উইং) এবং মৎস্য সংরক্ষণ দল (এফসিজি) এর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নারীর অধিকার বিষয়ে আলোচনা করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব তারাপদ চৌহান এবং প্রকল্পের জেন্ডার স্পেশালিষ্ট রেজওয়ানা শারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের গবেষণা সহযোগী ও গবেষণা সহকারীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ