আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

আমাদের বেঁচে থাকার তাগিদে সুন্দরবন রক্ষা করতে হবে, উপমন্ত্রী হাবিবুন নাহার

জি এম রিয়াজুল আকবর,খুলনা :

পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম,পি বলেছেন, আমাদের বেঁচে থাকার তাগিদে সুন্দরবন রক্ষা করতে হবে।

সুন্দরবনের গুরত্ব আমরা তখনি বুঝি যখন কোন প্রাকৃতিক দুর্যোগ আসে। সে জন্য সুন্দরবন রক্ষার দায়িত্ব আমাদের সকলের নিতে হবে। সুন্দরবন মায়ের মতো মাকে আমরা যেমন ভালোবাসি তেমনি সুন্দরবনকে ভালোবাসতে হবে এবং জীব বৈচিত্র কে রক্ষা করতে হবে।

সুন্দরবন পশ্চিশ বনবিভাগের আয়োজনে গত ২০ আক্টোবর বেলা ১২ টায় সুন্দরবন পশ্চিম বনবিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন মাঠে সুন্দরবন বাঘ সংরক্ষন প্রকল্পের আওতায় ভি,টি,আরটি ও সি,পি,জি সদস্যদের সমম্ময়ে বাঘ সংরক্ষণ সচেতনতামুলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এ সব কথা বলেন।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দোর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ ,কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ও কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা(ডিএফও) ডক্টর আবু নাসের মোহসিন হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার – ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা(ডিএফও)মোঃ নুরুল কবির, সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেডএম হাচানুর রহমান,

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,কয়রা সদর ইউনয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল,বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা একেএম আবু সাইদ,

নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা তানজিলুর রহমান, কালাবগি ফরেস্ট স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম প্রমুখ। এর আগে বেলা ১১ টায় প্রধান অতিথি হায়াতখালী বন টহল ফাঁড়ির নতুন ভবনের ভিত্তিস্থাপন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ