আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ ইং

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিঙ্গাইর প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় নির্ধারিত সময়ে চারিগ্রাম প্লাবন একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে নবাবগঞ্জ ফুটবল একাডেমি বিজয়ী হয়। শুক্রবার বিকেলে উপজেলার জামির্ত্তা এলাকার দায়মার মাঠের এ খেলার আয়োজন করে এলাকাবাসী।

খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী হাজী মোহাম্মদ ইউনুস। জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজু। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার হিসেবে ফ্রিজ বিতরণ করা হয়।

এসময় আয়োজক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় আলী আকবর, আব্দুর রহিম,নুরুল আমিন,ফারুক হোসেন, সুজন হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ