মোঃ আলী হোসেন,সাভারঃ
সাভার ইয়াং মেন’স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন যুব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ই আগস্ট শুক্রবার বিকেলে ধরেন্ডা সেন্ট যোসেফ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সাভার ওয়াইএমসির প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইএমসি ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিও।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ধরেন্ডা মিশনের সহকারী পাল পুরোহিত ফা: সেন্টু কস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মার্সেল পেরেরা, সাভার সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার মি. মিল্টন ডি রোজারিও, সাভার ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার দীলিপ মার্টিন গমেন্স,
ধরেন্ডা মিশন পালকীয় পরিষদ এর সেক্রেটারি মি. প্রতাপ এ গমেজ, ধরেন্ডা মিশন পালকীয় পরিষদ এর সদস্য প্রভাত ডি রোজারিও, সাভার ওয়াইএমসিএ সহ-সভাপতি মি. শিপু কন্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার ওয়াইএমসিএ এর সাধারণ সম্পাদক মি. রনেল ফ্রান্সিস কস্তা। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করেন ধরেন্ডা যুব কল্যাণ সংঘ ও দেওগাঁও অগ্রণী যুব সংঘ। উদ্বোধনী ম্যাচে ধরেন্ডা যুব কল্যাণ সংঘ ১-০ গোলে দেওগাঁও অগ্রণী যুব সংঘকে পরাজিত করে।