আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং

ভার্কের উদ্যোগে ১৩৫ পরিবার পেলে খাদ্য ও স্যনিটাইজার সামগ্রী

 

প্রিন্স ঘোষ

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় উন্নত অনেক দেশ এখন পুরোপুরি লকডাউন এ রয়েছে। ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও । বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে থমকে গেছে জন জীবন। সবচাইতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সরকারি এবং বেসরকারি ভাবে অনেক প্রতিষ্ঠান তাদের এই দূর্দিনে হাত বাড়িয়ে দিয়েছে। বেসরকারি সংস্থা ভার্ক সাভারের ২ নম্বর ওয়ার্ডে আড়াপাড়া সংলগ্ন বৌনাপাড়ায় প্রায় এক শত পয়ত্রিশ পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সকাল এগারো সাভার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক এর উপস্থিতে ভার্কের কর্মকর্তারা অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন ত্রাণ ও স্যানিটাইজার সামগ্রী। এই সময় আরো উপস্থিত ছিলেন ২ নম্ব্র ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাথি আক্তার এই ব্যপারে সাভার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক বলেন দেশের এই ক্রান্তিলগ্নে ভার্ক মানুষের পাশে দাড়িয়েছে যার ফলে অনেক অসহায় মানুষদের এই বিপদের দিনে না খেয়ে থাকতে হবে না।ভার্ক এর এক কর্মকর্তা জানান, ‘’দেশের এই পরিস্থিতিতে তারা অসহায় মানুষের জন্য কাজ করতে চায়।সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই তারা অসহায় মানুষদের পাশে আছে যার পরিধি ভবিষ্যতে আরো বাড়ানো হবে বলে তিনি জানান। তিনি আরো জানান, করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোঁয়ার অভ্যাস তৈরি করা জরুরী তাই তারা সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকতে হবে তাই তারা সবাইকে স্যানিটাইজার সামগ্রী দিয়েছেন। ত্রান পাওয়া একজন অঞ্জলি দাস জানান,করোনাভাইরাসের কারনে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয় রোজগার অনেক কমে গিয়েছে , যা ইনকাম করে তাতে সংসার চালানো প্রায় অসম্ভব। তাই এই ত্রান পাওয়াতে তাদের অনেক উপকার হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ