আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

দুনিয়াতেই মাতা-পিতাকে কষ্ট দেয়ার শাস্তি

 

খান ইমরান 

আর তোমার প্রতিপালক এ আদেশ করেছেন যে তোমরা তাকে ভিন্ন অপর কারো ইবাদত কর না । আর পিতা -মাতার প্রতি উওম আচরণ কর । যদি তাদের একজন কিংবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনিত হয় তবে তাদের উদ্দেশ্যে কখনো পর্যন্ত বলবেনা,তাদেরকে ধমক দিওনা বরং তাদের সাথে মার্জিত ভাষায় কথা বল । আর তাদের উদ্দেশ্যে অনুগ্রহ বিনয়ের বাহু অবনমিত কর,আর বল হে আমার প্রতিপালন ! তাদের উভয়কে অনুগ্রহ কর যেমন তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছেন ( সূরা বনি ইসরাইল ) হযরত আবদুল্লাহ ইবনে আমর ( রাঃ ) থেকে বর্নিত তিনি বলেন, এক ব্যক্তি তার পিতা-মাতাকে ক্রন্দনরত অবস্হায় রেখে আসেন হিজরতের উদ্দেশ্যে বাইয়াত করার জন্য নবী করিম ( সঃ ) এর নিকট এসে উপস্হিত হলো । রাসুল ( সঃ ) তাকে বলেন ফিরে যাও তোমার মাতা-পিতার কিছে এবং তাদেকেও খুশি করে এসো, যেমন ভাবে
তাদেরকে কাঁদিয়ে এসেছো ( আদাবুল মুফরাদ )। মাতা-পিতাকে কষ্ট দেয়ার শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয় । আবু হুরাইরাহ (রঃ) থেকে বর্নিত তিনি বলেন রাসুল (সঃ)বলেছেন মাতা-পিতার অবাধ্যতা ছাড়া অন্য যে সকল গুনাহ বয়েছে এগুলোর মধো থেকে অনেক গুনাহই আল্লা ইচ্ছা করলে ক্ষমা করে দেন । কিন্তু মাতা-পিতার অবাধ্যতা আল্লাহ মৃত্যুর পূর্বে দুনিয়াতেই শাস্তি দিয়ে ছাড়ান । হযরত আবু উমামা (রঃ) হতে বনিত জনৈক এক ব্যক্তি রাসুল (সঃ) কে বলল – হে আল্লাহর রাসুল ! সন্তানের উপর পিতা-মাতার কি হক আছে? তিনি বললেন, তারা তোমার বেহেস্ত তারা দোজখ । মহান রাব্বুল আলামিন বলেন তোমাদের পিতা-মাতার জন্য দোয়া করো, হে আমার প্রতিপালক । তুমি আমাকে আমার পিতা-মাতাকে মুমিন দেরকে হিসাবের দিন ক্ষমা করে দিও ( সূরা ইব্রাহীম ) । আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে পিতা-মাতার হক আদায় ও তাদের কে ভালোবাসার মাধ্যমে জান্নাত লাভ করার তৌফিক দান করুন ( আমিন ) ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ