আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

সিংগাইরে যুবকের আহবান ঘরে থাকুন খাবার পৌঁছে যাবে

 

আব্দুল আল মামুন

মহামারি নোবেল করোনা ভাইরাস ( কোভিড ১৯) এর কারনে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। এই সময়ে খাদ্য সংকটে পড়েছে অনেক পরিবার । এই বিপর্যয়ের সময়ে সিংগাইর উপজেলার ফোর্ডনগরের স্থানীয় বাসিন্দা মোঃ রকিবুল ইসলাম খান (রকি) তার গ্রাম বাসির উদ্দেশ্য করে বলেন আপনারা বাসায় থাকুন খাবার নিয়ে দুশ্চিন্তা করবেন না আমি ও আমার বন্ধুরা মিলে সময় মতো খাবার পৌঁছে দিবো। তিনি আরো বলেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে লোক সমাগম এড়িয়ে চলতে হবে।কেননা করোনা ভাইরাস শুধু প্রিয়জন কেড়ে নেয় না কেড়ে নেয় প্রিয়জনের লাশ ছুয়ে কান্না করার অধিকারও। তাই তিনি এইসময় সকল মানুষকে লকডাউনে থাকার অনুরোধ করেন ও সকল মানুষের সুস্থতা কামনা করেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ