আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

বরিশালের গ্রাম দখিন পানবাড়িয়া

 

খান ইমরান 

বরিশালের দখিন পানবাড়িয়া

ওগো প্রাণের পানবাড়িয়া

মনের মাঝের ছোট খাঁচায়

তোমায় আমি রেখেছি ।

নিরানব্বইয়ে জন্ন তোমার

তুমি মোদের গর্ব

কেউ কোনদিন তোমার যেন

করতে না পারে খর্ব ।

ওগো আমার বরিশালের

প্রাণের প্রিয় পানবাড়িয়া

তোমার ভালবাসা পেতে

তোমার কাছেই এসেছি ।

অনেক পরে হলেও আমি

তোমার কাছে এসেছি

তোমার ভালবাসা পেয়ে

জীবন ধন্য করেছি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ