খান ইমরান
বরিশালের দখিন পানবাড়িয়া
ওগো প্রাণের পানবাড়িয়া
মনের মাঝের ছোট খাঁচায়
তোমায় আমি রেখেছি ।
নিরানব্বইয়ে জন্ন তোমার
তুমি মোদের গর্ব
কেউ কোনদিন তোমার যেন
করতে না পারে খর্ব ।
ওগো আমার বরিশালের
প্রাণের প্রিয় পানবাড়িয়া
তোমার ভালবাসা পেতে
তোমার কাছেই এসেছি ।
অনেক পরে হলেও আমি
তোমার কাছে এসেছি
তোমার ভালবাসা পেয়ে
জীবন ধন্য করেছি