আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

যেন শুভ্র আলোয় জ্বলছে অযুত-নিযুত তারা

কে এম নজরুল ইসলাম :
বেড়েই চলেছে ইট পাথরের দালান-কোঠা ও শিল্প কারখানা। হারিয়ে যাচ্ছে প্রাণ ও বৈচিত্র্যের অপরূপ সৌন্দর্য।
যদিও কচুরিপানা নালা-নর্দমায় জন্মে তবুও সে তার সৌন্দর্য দিয়ে জয় করে মানুষের হৃদয়। ইদানীং জলাশয়ে দেখা মিলছে হাজারো কচুরিপানা ফুলের। যেন শুভ্র আলোয় জ্বলছে অযুত-নিযুত তারা। 
ফরিদগঞ্জের ছোট বড় খাল-বিল, প্রায় শুকিয়ে যাওয়া নদ-নদী এমনকি ডোবার জলে এখন ফুটেছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল। জলাশয়ে যেন প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে এই পানা ফুল।
কচুরিপানা ও এর ফুল জনপ্রিয় না হলেও বিভিন্ন সময়ে মাছ, গবাদিপশুর খাদ্য ও জৈব সার হিসেবে এর ব্যবহার হয়ে থাকে। কৃষকেরা আলু, পটলসহ বিভিন্ন সবজি চাষে কচুরিপানার সার হিসেবে ব্যবহার করে থাকেন।
ছোট ছোট ছেলেমেয়েরা জলাশয় থেকে কচুরিপানার ফুল উঠিয়ে খেলা করে। শখের বশে মেয়েরা খোপায়ও বাঁধে। ছবিটি গতকাল সকালে ভাটিয়ালপুর থেকে তোলা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ