আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

শিয়ালের কামড়ে আহত ১৮ জন

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে শিয়ালের কামড়ে ১৮ ব্যক্তি ও ২৫টি গরু আহত হয়েছে।
১২ জুলাই সোমবার রাতে সদর উপজেলার ঝাউয়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় জনতার পিটুনিতে এক শিয়ালের মৃত্যু হয়।

আহতদের মধ্যে তাজিম (৩) নামে এক শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার ঝাউয়েরচর গ্রামের সুলতান মিয়ার ছেলে। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দশটার দিকে ঝাউয়েরচর গ্রামের একটি জঙ্গল থেকে ৭-৮টি শিয়াল লোকালয়ে চলে আসে। এসময় শিয়ালগুলো এলোপাথারীভাবে গ্রামের বাসিন্দা ও গবাদিপশুদের কামড়াতে থাকে। এতে শিশু তাজিমসহ ১৮ জন মানুষ ও ২৫টি গরু আহত হয়।
পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলে। এক পর্যায়ে শিয়ালগুলো জঙ্গলে ফিরে যায়। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঝাউয়েরচর গ্রামে গিয়ে এলাকাবাসীকে শিয়ালের উপদ্রুব থেকে রক্ষা পেতে সহযোগিতা করে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার দেবনাথ বলেন, শিয়ালের কামড়ে ১৮ জন মানুষ ও ২৫টি গরু আহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ