আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

জামালপুরে আলুচাষীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

জামালপুরে বিএডিসি হিমাগার জোনের চুক্তিবদ্ধ আলুচাষীরা চলতি অর্থবছরে উৎপাদিত আলুর দাম বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। সকাল ১১ টায় জামালপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আলুচাষীরা। মানববন্ধন শেষে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএডিসির চুক্তিবদ্ধ চাষী সামছুল হক আকন্দ, রুহল আমীন মিলন, শরিফ উদ্দিন এবং আসাদুল্লাহ। সংবাদ সম্মেলনে আলু চাষীরা বলেন,সারাদেশে আলুর উৎপাদন বাড়াতে বিএডিসির আলুবীজ বিভাগের আওতাধীন চুক্তিবন্ধ আলুবীজ চাষীরা সকল নিয়মকানুন মেনে দীর্ঘদিন ধরে ভালো মানের আলুবীজ উৎপাদন করে বিএডিসির হিমাগার গুলোতে আলুবীজ সরবরাহ করে আসছে। কিন্তু চলতি অর্থ বছর আলুবীজের অসামঞ্জস্য মূল্য নির্ধারিত করায় চুক্তিবদ্ধ আলু চাষীদের হতভম্ব করেছে। কিন্তু চলতি ২০২০-২০২১ অর্থ বছরে বিএডিসি থেকে প্রতি একরে ১২ শ কেজি আলুবীজ, সার বালাইনাশক বাবদ বিএডিসির মাধ্যমে ব্যাংক থেকে আলুচাষীদের ঋণ প্রদান করা হয় ৬৮ লাখ ৯০ হাজার টাকা।যা গত অর্থ বছরের চেয়ে ২৩ লাখ ৯০ হাজার টাকা বেশি।গত অর্থ বছরে চাষীদের কাছ থেকে আলুবীজ সংগ্রহ করা হয়েছিল প্রতিকেজি ২৩ টাকা ২২ টাকা ধরে। চলতি অর্থ বছরে বিএডিসি গত ৫ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ-গ্রেড আলুর প্রতিকেজি মূল্য নির্দ্ধারণ করেছে ১৯ টাকা। আর বি-গ্রেড প্রতিকেজি ১৬ টাকা। এই মূল্য নির্দ্ধারণে চাষীদের হতাশ করেছে। আলুবীজ চাষীদের অভিযোগ বিএডিসির উর্দ্ধতন কর্মকর্তাদের একটি সিন্ডিকেট বেসরকারী সংস্থাগুলোর সাথে জড়িত হয়ে বিএডিসির আলুবীজ শাখাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেয়ার ষড়যন্ত্র করছে। চাষীরা দাবি করেন বিএডিসির আলুবীজ চাষীদের চলতি অর্থ বছরে আলু প্রতিকেজি ৩৭.৫০ টাকা নির্দ্ধারণ করা হোক। এ ব্যাপারে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ বিএডিসির উর্দ্ধতণ কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ