আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

কুলিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নুপুর কুমার রায় :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক সামাজিক সংগঠনের উদ্যোগে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সামাজিক সেবামূলক সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুলিয়ারচর” এর উদ্যোগে গত ২৬ মার্চ শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা হাবিবুল্লাহ কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব এনামূল হক, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাশেমী রাসেল, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হিরা মিয়া সরকার, কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ময়েজ উদ্দিন খান, বিশিষ্ঠ সমাজ সেবক সৈয়দ খালেদ সাইফুল্লাহ, কুলিয়ারচর হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লিটন রায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সারোয়ার আলম নিশান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহম্মদ রবিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

কুলিয়ারচর হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করেন, কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. নিয়ামুল ইসলাম সহ ডা. ইমতিয়াজ ফারুক ও ডা. আফরিদা জাইমা অরণী।

এ সময় সংগঠনের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ