আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

হাফ ভাড়া নেওয়ার বিধান থাকলেও কার্যকারীতা নেই গাজীপুরে

বিশেষ প্রতিনিধি,গোলাম মৌলা :
করোনার কারনে প্রায় এক বছর ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।
কিন্তু,
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরিক্ষা চলমান।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে এখন ইনকোর্স এবং টেস্ট পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এমতাবস্থায় দরিদ্র শিক্ষার্থীরা বাস ভাড়া নিয়ে বিপাকে পড়েছে।
শিক্ষার্থীদের  কাছ থেকে অর্ধেক ভাড়া নেবার বিধান থাকলেও তা মানছেন না বাস কতৃপক্ষ।
ফলে শিক্ষার্থীদের  যাতায়াতের জন্য পুরো ভাড়াই দিতে হচ্ছে।
খবর নিয়ে জানা যায় যে,
কিশোরগঞ্জ-ঢাকা,ঢাকা-ময়মনসিংহ রোডে চলাচলকারী বেশিরভাগ  কোম্পানির বাস কতৃপক্ষ সরকার প্রদত্ত হাফ ভাড়ার নির্দেশনা মানছেন না।
টোক এবং কাপাসিয়া থেকে গাজীপুর পর্যন্ত অনন্যা ক্লাসিক ও জলসিড়ি পরিবহনে করে আসা,দুই শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় তাদের দূর্বিষহ দুর্ভোগের কথা।
তারা উভয়েই ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রে পরিক্ষা দিতে এসেছেন।
তাদের কাছ থেকে হাফ ভাড়া ত নেওয়া হয় ই নি বরং তাদেরকে সীট না দিয়ে সারাপথ দাড়িয়ে আনা হয়েছে কিন্তু তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে ফুল।
 এ যেন চরম অবিচার।
টোক থেকে গাজীপুর পরিক্ষা দিতে আসা এক শিক্ষার্থী “দৈনিক আগামির সংবাদ ” কে জানান যে,টোক থেকে ছাত্র ভাড়া ৪০ টাকা নেওয়ার কথা থাকলেও ১০০ টাকা নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে,
অনন্যা ক্লাসিক পরিবহনের মালিক মো.বাবুল খানের সাথে যোগাযোগ করা হলে তিনি “দৈনিক আগামির সংবাদ ” কে জানান- যে তার জানামতে শিক্ষার্থীদের অভিযোগ সত্যি নয়।
তিনি বলেন এখন যে সকল শিক্ষার্থীদের অনার্স ফাইনাল বা মাস্টার্স পরিক্ষা চলছে তাদের কাছ থেকে আজ হতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাড়া আদয়ের জন্য তিনি তার বাস কতৃপক্ষ কে নির্দেশ
 দিবেন।
জলসিড়ি পরিবহনের মালিক মো. নজরুল ইসলাম জানান,
শিক্ষার্থীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সত্যি নয়।
আর সত্যি হলেও ” দৈনিক  আগামির সংবাদ ” থেকে যোগাযোগ এর আগে এই সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন।
তিনি জানান,
তারাও একসময় ছাত্র ছিলেন এবং শিক্ষার্থীদের প্রতি তারা যথেষ্ট সহানুভূতিশীল।
গাজিপুর থেকে টোক পর্যন্ত সাধারন যাত্রীদের জন্য ১১০ টাকা ভাড়া নির্ধারিত  থাকলেও ছাত্রদের জন্য তা মাত্র ৩০ টাকা।
নজরুল ইসলাম আরও জানান,
যদি এই করোনাকালীন সময়ে অনার্সে ক্লাস হয় বা কোনও পরিক্ষা হয় তাহলে অবশ্যই তারা ছাত্রদের কাছ থেকে,
ছাত্রদের জন্য নির্ধারিত ভাড়া নিবেন।
তিনি শিক্ষার্থীদের বলেন,
তারা যেন তাদের আইডি কার্ড এবং পরিক্ষা হলে প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখে এবং কাউন্টারে দেখিয়ে ছাত্রদের জন্য নির্ধারিত ভাড়া দিয়ে টিকেট কেটে নেয়।
তিনি অভিযোগ করেন যে,
অনেকে ছাত্র আইডি কার্ড বিহীন অবস্থায় ছাত্র ভাড়ার সুযোগ নিতে চায়, এক্ষেত্রে তাদের ছাত্র চিহ্নিত করন কঠিন হয়ে যায়,এজন্য তিনি ছাত্রদের সাথে আইডি কার্ড রাখার আহ্বান জানান।
ঢাকা ময়মনসিংহ রোডে দেখা যায় একই চিত্র।
ভালুকা,মাওনা, রাজেন্দ্রপুর থেকে প্রচুর শিক্ষার্থী গাজীপুরের বিভিন্ন কলেজে লেখাপড়া করে।
কিন্তু,
তাদেরও অভিযোগ যে তাদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হয়না।
এমতাবস্থায়,  শিক্ষার্থীদের প্রত্যাশা
শীগ্রই এই সমস্যার  সমাধান মিলবে।
গাজীপুরের ছাত্রনেতা এবং সরকারি কতৃপক্ষের নিকট সাধারণ ছাত্রদের দাবি,
তারা যেন শিক্ষার্থীদের দুর্ভোগ এর কথা চিন্তা করে হাফ ভাড়া বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ