আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

মিল্লাত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

মোঃ রাকিবুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিমে মিল্লাত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায় জনাব এ.টি.এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহ্সিনা বেগম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওঃ মোঃ আব্দুল হক, জনাব মোঃ আব্দুর রেজ্জাক, জনাব মাওঃমোঃ আব্দুল মোন্নাফ, জনাব মোঃ খলিলুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য প্রদান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার( ক্রেস্ট, সনদ, সিরাত গ্রন্থ) প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী রাসূল ( সাঃ) এর জীবনী এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনটি ক্যাটাগরিতে প্রায় ২৪০জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।যার মাঝে প্রতি ক্যাটাগরিতে দশ জন করে ৩০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ