রাকিবুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও এ যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারী) ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদীস আল্লামা আঃ হক সাহেবের সভাপতিত্বে বাদ আসর এ মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দেশবরেণ্য আলেম হযরত মাওলানা আবু সাঈদ নেসারি সহ আরো স্থানীয় উলামায়ে কেরাম উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে তাফসির পেশ করেন।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং এনায়েতপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন তালুকদার।