আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ ইং

এ,এইচ প্রকাশনী পরিবারের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন –

প্রকাশক আবুল হাসেম এ,এইচ প্রকাশনী,

প্রকাশকের কিছু কথা: আসসালামুআলাইকুম। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহ্ তালার দরবারে। আমি একজন সামাজিক ও খোদার সৃষ্টির সেরা জীব। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। বিশ্বে অনেক ধর্মের অনুসারী আছে কাজেই যার যার ধর্ম, তার তার কাছে অনেক দামি। আল্লাহ্ যেনো আমাদের সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। আমীন। আমার ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি এবং এখনো দেখি আমি একজন সফল প্রকাশক হবো, প্রকাশক হওয়ার কারণ দেশে অগনিত কবি, লেখক, ঔপন্যাসিক, গীতিকার আছে কিন্তু তাদের উপযুক্ত মূল্যায়ন নাই। আমার কথায় কষ্ট নিবেন না, আমার একার পক্ষে সঠিক মূল‍্যায়ন করা হয়ত সম্ভব না যদি সকল ভালো মনের প্রকাশক মহোদয় একসাথে মিলে কোন উদ্যোগ নেই তাহলে হয়ত সাহিত্যচর্চা এবং সাহিত্য জগতের অনেকের যথারীতি মূল‍্যায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে নিজের জায়গা থেকে প্রচার করতে হবে যেনো মানুষ বই পড়ে খুশি মনে। যত বেশি পাঠক হবে তত বেশি সাহিত্য জগতের বিস্তার হবে। বই পড়া আমার শখ। আমি সামান্য একজন পাঠক, আপনিও পাঠক হোন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আমি যেনো এ.এইচ প্রকাশনী থেকে ভালো কিছু করতে পারি এবং দেশ ও দেশের মানুষকে কিছু দিতে পারি। আমি ও এ.এইচ প্রকাশনী পরিবার যাদের কাছে কৃতজ্ঞ,
১। কবি টিপু রহমান জাতীয় কবি পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি।
২। কবি, দিলু রোকিবা
৩। কবি এম.সাফায়েত হোসেন
৪। কবি তাহেরা খাতুন
৫। কবি আবুল কালাম আজাদ
৬। কবি সাবিনা সিদ্দিকী শিবা
৭। কবি ফেরদৌসী খানম রীনা


শুভেচ্ছায়
প্রকাশক – আবুল হাশেম
এ.এইচ প্রকাশনী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ