আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

শেরপুরে রোকেয়া দিবস উপলক্ষে নারী সমাবেশে ৬ কৃতী নারীকে সম্মাননা

শেরপুর প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে শেরপুরে নারী সমাবেশ করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের বটতলা এলাকায় শেরপুর পৌরসভা জাদুঘর চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নারী সমাবেশে জেলার ৬ কৃতী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন-নারী অধিকার আন্দোলনের সংগঠক বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চিতা হোড় দিপু, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, অনুপ্ররণাদায়ী তরুন হিসেবে নারী অবাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি, হাজং নেত্রী বন্দনা রানী সরকার ও তৃণমুলের অনুপ্রেরণাদায়ী স্বাবলম্বী নারী সাবেক ইউপি মেম্বার কৃষানী হালিমা বেগম। অনুষ্ঠানে ৬ কৃতী নারীর হাতে সম্মাননা স্মারক তুলের দেন অতিথিরা। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীরা নিজেদের অনুভুতি প্রকাশ করেন এবং বক্তারা তাদের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। জনউদ্যোগ আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে নারী সমাবেশে প্রিয় অতিথি পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান নাসরিন রহমান, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, আবৃত্তিকার শ্যামলী মালাকার, ডিপ্লোমা কৃষিবিদ ফজলুল হক, শামীম হোসেন, মানবাধিকার কর্মী সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)। পরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ