আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ ইং

শেরপুর মুক্ত দিবস পালিত

শেরপুর প্রতিনিধিঃ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলার সূর্য সন্তানদের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আত্মাহুতির মধ্যদিয়ে অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। ৭ ডিসেম্বর এই দিনে শেরপুর অঞ্চলকে পাক হানাদার মুক্ত করা হয়। আজকের এই দিনকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ রাখতে শেরপুর জেলা শহরের মাধবপুর এলাকায় স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

৭ ডিসেম্বর সোমবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, পৌরসভার পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আতিউর রহমান মিতুল, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার ফোরামসহ শেরপুর জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ