আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

খুলনা দিঘলিয়া অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু মুন্নার মৃত্যু

 

জিয়াউল ইসলামঃ ব্যুরো প্রধান খুলনাঃ

সেনহাটি বিদ্যাবাগীশ পাড়া মোটা মাষ্টারের কবরস্থানের সামনে দ্বিতীয় শ্রেনী পড়ুয়া শিশু
মুন্না (১০) পিতা আবুল বাশার, বিকাল তিনটার সময় বাই সাইকেলের টায়ার
নিয়ে খেলতে খেলতে প্রধান সড়কে চলে আসে এসময় আকস্মিকতাভাবে দ্রুতগামী ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে মুন্না মারাত্মকভাবে আহত হয়। এসময় আহত মুন্নাকে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এই রিপোর্ট লেখার সময় শিশুটির লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশু মুন্নার পরিবার ও সম্পুর্ণ এলাকায় শোকের মাতম বিরাজ করছে। এই বিষয়ে দিঘলিয়া থানায় যোগাযোগ করা হলে জানা যায় দ্রুতগামী অটো এবং অটোর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। দিঘলিয়া থানা পুলিশ অটো সনাক্ত করতে কাজ করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ