আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

শেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

 

শেরপুর প্রতিনিধিঃ

১৬ সেপ্টেম্বর বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসক শেরপুর এর তত্ত্বাবধানে শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে র‍্যাব-১৪ জামালপুর শেরপুর এর সহযোগিতায় সদর উপজেলার ব্রীজপার কাঁচা আড়ত ও কুসমহাটি বাজারে বাজার তদারকি করা হয়। উক্ত অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। এসময় পেঁয়াজের আড়তগুলোতে মূল্য তালিকা না থাকা, সঠিক ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৪৫,০০০/ টাকা জরিমানা আরোপ করা হয় এবং সতর্ক করা হয়।
এছাড়াও সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য মাইকিং করে নির্দেশনা প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ