শেরপুর প্রতিনিধিঃ
২৯ আগষ্ট শনিবার শেরপুর জেলা পুলিশের বিট পুলিশিং কার্যালয় সমূহের বিট অফিসারদের সাথে দিক নির্দেশনা মূলক মত বিনিময় সভা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মোহাম্মদ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, সকল বিট সমূহে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্ব, কর্তব্য পালন করে পুলিশ বিভাগের সুনাম অর্জনে অগ্রণী ভূমিকা রাখার নির্দেশ দেন। সেই সাথে স্ব-স্ব থানা এলাকার আইন-শৃংখলা রক্ষায় সকলকে সচেষ্ট থাকার আহ্বান করেন তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ) মাহমুদুল হাসান ফেরদৌস,ওসি (ডিবি) মোঃ মোখলেছুর রহমান,ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন,নালিতাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক সহ সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।