আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

“দূর্নীতি”

 

কবিতা লেখক: ইসমাইল হোসেন (রাজু)

 

চরিত্র মানুষের অমূল্য সম্পদ
বই পুস্তকে লেখা,
শিক্ষাই জাতির মেরুদণ্ড
প্রবাদ বাক্যে শেখা,

আঙ্গুল ফুলে কলাগাছ
পড়েছি বাগধারায়,
সেই শিক্ষাই কাজে লাগাচ্ছে
কলমের গুঁতায়।

দূর্নীতি মানুষের উন্নতির অন্তরায়
গুছানো বাক্যে লেখা,
এই উক্তি কাজে লাগিয়ে
অর্থের পিচে ছোটা।

জীবন ভিত্তি সুসংগঠিত
যতই করোনা তুমি,
কোনোকিছুই যাবে না সাথে
একবারো ভেবেছো কি?

লজ্জা স্বরম বিবেক বুদ্ধি
একটুও কি নাই?
দোহাই লাগে বন্ধ করো
অবৈধ সব কামাই।

চায়ের দোকানে হাটবাজারে
সকল অলিগলি,
সবখানে আজ সবার মুখে
দূর্নীতির গান শুনি।

কলম বাটপারি বন্ধ করে
সত্যের পথে আয়,
জানিস কি তোর দাড়াতে হবে
হিসাবের কাঠগড়ায়?

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ