আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

কেউ রাখেনা কারও খেয়াল

 

আ.ফ.ম.আফজাল হাসান

শত শত হৃদয় পুড়ে
অন্ধকারে রোজ রোজ!
স্বপ্নের সমাধি হয় নীরবে
কেউ রাখেনা সেই খোঁজ!

কত নদীতে জোয়ার আসে
কত নদী হয় খালি!
কোথাও শুন্য বালুচর
কোথাও শুধুই চোরাবালি!

কেউ কাঁদে নীরবে
কেউ করে হাউমাউ!
কারও বুক জ্বলে ধিঁকি ধিঁকি
কারও বুক ধাউধাউ!

কেউ সুখে হাসে
কেউ হাসে দুঃখে!
কারও সব গোপন থাকে
কারও জানে সব লোকে!

কোনটা আসল,কোনটা নকল
কেউ কি তা কয়!
ভাঙ্গা,গড়ার এই দুনিয়ায়
সব মিছে অভিনয়!

দখিনা বাতাসে শুধু
ভালোবাসা করে হাহাকার!
মিছে মায়ায় পড়ে কত হৃদয়
পুড়ে হয় ছারখার!

ক্লান্ত হৃদয়,শান্ত নদী
চারিদিকে শুধুই নীরবতা!
নীরবে নীরবে কেঁদে মরে
কত হৃদয়ের গোপন ব্যথা!

ব্যস্ত গ্রাম,ব্যস্ত শহর
ব্যস্ত ইট,পাথরের দেয়াল!
জীবন যুদ্ধে ব্যস্ত সবাই
কেউ রাখেনা কারও খেয়াল!

কেউ হেলায়,কেউ অবহেলায়
শুকনো পাতার মতো ঝরে!
বাঁচা,মরার খেলায় সবাই বাঁচতে চায়
তবুও সবাই যায় মরে!

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ