আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

গোদাগাড়ীতে দক্ষ জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে দক্ষ জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুই-ই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার এবং প্রেস ব্রিফিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃসুফিয়া খাতুন (মিলি), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এমরানুল হক, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ এতে অংশগ্রহন করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো. মতিয়র রহমান

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ