আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

পত্নীতলায় অসহায় এবং কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ১৪ বিজিবি

 

রাব্বী হোসাইন , পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ

 

শুক্রবার ( ২২ মে ) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর উদ্যোগে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে সীমান্তবর্তী পত্নীতলা উপজেলার নজিপুর ও আমবাটি এলাকার ২৬৫ জন খেটে খাওয়া, অসহায়, গরিব-দূঃখী এবং কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবি’র উপর আস্থা রেখে সারাদেশ ব্যাপী হতদরিদ্র জনগণের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেয়া হয়। এরই আলোকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৬কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আটা, আধা লিটার তেল, আধা কেজি লবণ, ১ প্যাকেট বিস্কুট এবং ১ প্যাকেট সুজি বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ