আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

জমি চাষ করে দিলো পিরোজপুর জেলা ছাত্রলীগ

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় “ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করি আগামীর চ্যালেন্জ মোকাবেলা করি” এই স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন (জয়) ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে করোনার ক্রান্তিকালে খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে পতিত জমি ও আবাদী জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে আজ ১০ই মে (সেমবার) পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে কৃষি জমি চাষ করা হয়।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম (টিটু) আজ সকালে তার কর্মীদের নিয়ে পৌরসভার ঝনঝনিয়া গ্রামের কৃষক আব্দুল ওয়াবের আবাদী (৮)কাঠা জমিতে নানামুখী মৌসুমি সবজী চাষের উপযোগী করে, সার ও বীজ রোপন করে দেয়া হয়।পর্যায়ক্রমে সকল উপজেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম(টিটু)।
এবং ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছেন খালি জমি বাড়ির আঙ্গিনায় বা পতিত জমিতে ফসল উৎপাদনের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ