আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

দুঃসময় কৃষকের পাশে ৯ নং ইউনিয়ন ছাত্রলীগ

 

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ৯ নং ইউনিয়ন ছাত্রলীগ এর আহ্বায়ক মিল্লাদ হোসেন, যুগ্ন-আহবায়ক আরিফ হোসেন, কয়েকজন নেতাকর্মীকে নিয়ে আজ শুকুবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০ শতাংশ জমির ধান কাটেন।

শ্রমিকের অভাবে ক্ষেতের ধান কাটতে পারছিলেন না। ঘরে তুলতে পারছেন না পাকা ধান। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় ওই কৃষকের জমির ধান মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন।

মরণব্যাধি করোনার বিস্তার ঠেকাতে সারাদেশে গণপরিবহন বন্ধ। ঘর থেকে বের হতেও রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। তাই করোনাভাইরাস আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে জেলার অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না।

লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ৯ নং অাহবায়ক মিল্লাদ হোসেন বলেন, শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না ওই কৃষক। এজন্য কৃষকের লোকসান কমানোর জন্য নেতাকর্মীদের নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছি। ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। তিনি আরো বলেন, দেশের এই দুঃসময়ে অন্য কোনো কৃষক যদি এমন সমস্যায় পড়েন, তাদেরও সহযোগিতা করবে ছাত্রলীগ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ