আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
দিবসের শুরুতে শুক্রবার সূর্য উদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসন ও পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর আত্রাই থানা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, আ’লীগ, বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী একে একে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক , উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ একত্রে জাতীয় পতাকা উত্তোলন করেন ।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও মো. ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভা হয়।
সভায় যুব উন্নয়ন অফিসার ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ও মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ