আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

বাসা ভাড়া মওকু‌ফের জন‌্য বি‌ভিন্ন জেলায় স্মারক লি‌পি ও  প্রধানমন্ত্রী বরাবর চি‌ঠি প্রদান

 

ক‌্যাম্পাস প্রতিনিধি: জান্নাতুল ফেরদাউস আঁ‌খি

ক‌রোনা মহামা‌রির কার‌নে দে‌শের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আ‌‌ছ‌ে ৷ অ‌নেক শিক্ষার্থী তা‌দের ব‌া‌ড়ি‌তে যে‌তে পা‌রেন নি ৷ এ‌দের ম‌ধ‌্যে অ‌নে‌কে আ‌ছেন যারা টি‌উশ‌নি করে নি‌জের এবং প‌রিবা‌রের খরচ চালান ৷ এই মহামা‌রির সময় সব কিছু অচল থাকায় সে সব শিক্ষার্থী প‌‌ড়ে‌ছেন ‌বিপা‌কে ৷ বা‌ড়ির ম‌া‌‌‌লিকরা চাপ দি‌চ্ছেন ভাড়ার জন‌্য ৷

আজ ২৫ জুন,বুধবার এ নি‌য়ে বি‌ভিন্ন জ‌‌েলায় সভা এবং স্মারক লি‌‌‌পি প্রদান অনুষ্ঠান হয় ৷ প্রধানমন্ত্রীর কা‌ছে এ‌ নি‌য়ে চি‌ঠি লি‌খে‌ছেন ই‌‌‌ডেন ম‌হিলা ক‌লে‌জের শিক্ষার্থী সায়মা আফ‌রোজ ৷ চি‌ঠি‌তে তি‌নি আবা‌সিক হল-‌হো‌স্টে‌লের দুরাবস্তার কথা উ‌ল্লেখ করে ব‌লে‌‌ছেন,শিক্ষার্থীদের বাধ‌্য হ‌য়ে মে‌সে থাক‌তে হয়৷ যার ‌বিশাল একটা সংখ‌্যা উচ্চ মাধ‌্যমিক,‌ডিপ্লোমা সহ অন‌্যান‌্য শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থী ৷ এছাড়া র‌য়ে‌ছে চাকু‌‌রি প্রত‌্যাশী শিক্ষার্থী ও ৷ মে‌সে থাকা অ‌ধিকাংশ শিক্ষার্থীর অ‌ভিভাবক কৃষক,ছোট ব‌্যবসায়ী,সল্প বেত‌নের চাকু‌‌রিজীবী ৷ লকডাউ‌নে তা‌দের আয় কমে গে‌ছে ৷ ফ‌লে তারা প‌রিবার চালা‌তেও হিম‌শিম খা‌‌চ্ছে ৷ অন‌্যদি‌কে কিছু মেস ম‌লিক আ‌ছেন যারা এই ভাড়ার উপর নির্ভরশীল ৷ তারাও ম‌রিয়া হ‌য়ে উ‌ঠে‌ছেন ভাড়ার জন‌্য ৷ এ‌ক্ষে‌ত্রে ঘ‌টে‌ছে অ‌নেক অপ্রীকর ঘটনাও ৷ সারাদে‌শে প্রায় ৫০ লক্ষ‌ মেস শিক্ষার্থী তাই ২‌টি দ‌া‌বি জা‌নি‌য়ে‌ছেন ৷ দা‌বিগু‌লো :
১.”ক‌রোনাকালীন সম‌য়ে মেস ভাড়া প‌রি‌শো‌‌ধে ছাত্র-ছাত্রী‌দের উপর কোন চাপ প্রয়োগ করা যা‌বে না” এই ম‌র্মে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন চাই ৷
২.মেস ভাড়া প‌রি‌শোধ‌ে রাষ্ট্রীয় বরাদ্দ চাই ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ