আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা সন্দেহে চাঁদপুরে অসুস্থ বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলো স্বজনরা

 

সাব্বির হোসেন সাজিদ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ

 

চাঁদপুর সদরে সড়কের পাশে ফেলে যাওয়া এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে একদল যুবক।

২২ জুন সোমবার বিকেলে ৭০ বছরের এ বৃদ্ধকে শহরের জিটি রোডস্থ আল-হেরা স্কুলের দেওয়ালের পাশে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করান মো:মুছা তপদার, শাবাব খাঁন পলাশ, তানজিল হোসন ও সাখাওয়াত আখন্দ নামের কয়েকজন যুবক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অজ্ঞাত ঐ বৃদ্ধ।

জানা গেছে, সকাল দশটায় একজন মহিলা ও পুরুষ মিলে বৃদ্ধকে একটা অটো থেকে নেমে রাস্তার পাশে রেখে পালিয়ে গেছে। তবে তাদের কারোই পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সড়কে ফেলে যেতে পারে ঐ বৃদ্ধের স্বজনরা।

স্বজনদের খোঁজতে থাকা যুবকরা জানিয়েছেন, ‘কেউ যদি ব্যক্তিটিকে চিনে থাকেন বা চিনে না থাকলে শেয়ার করে ব্যক্তিটির পরিবার কিংবা পরিচিত নিকটজনের কাছে পৌঁছে দেয়ার জন্য সাহায্য করুন। যদি কোন প্রকার সহযোগিতা করতে চান, তাহলে যোগাযোগ করার অনুরোধ এই নম্বরেঃ +8801403620484″

যুবকেরা আরও বলেন, “লোকটি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো কি না তা জানার জন্য তার করোনা টেষ্টের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি বলে জানান তারা। “

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ