আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

চাঁদপুরে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে রেড জোন  ঘোষণার অপেক্ষা

 

সাব্বির হোসেন সাজিদ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ

 

চাঁদপুর জেলায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ড এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরো দুজন মারা গেছেন। এদিকে করোনা রোগীর সংখ্যা এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে।

১৯ জুন শুক্রবার বিকাল চারটা থেকে চাঁদপুর শহরে জরুরি পরিষেবা ছাড়া সবধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জানা যায়, শুক্রবার দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান দেলোয়ার হোসেন (৭০)। জেলার ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকা থেকে বৃহস্পতিবার(১৮ জুন) সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আক্রান্ত এই রোগীকে এখানে নিয়ে আসেন স্বজনরা।

এ ছাড়া শুক্রবার(১৯ জুন) সকালে শহরের প্রাইভেট একটি হাসপাতালে একই উপসর্গ নিয়ে অসুস্থ সফিকুল ইসলাম (৬৫) নামে আরেকজনকে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তিনিও মারা যান। তার বাসা চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে। চাঁদপুর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ডিএম শাহজাহান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী মৃতের দাফন সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন চাঁদপুরের পক্ষ থেকে জানানো হয় ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে খুব শিঘ্রই ‘ রেড জোন’ ঘোষণা করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ