আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৪ ইং

শেরপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনা কমিটির  আলোচনা সভা

 

শেরপুর প্রতিনিধিঃ

বুধবার জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শেরপুর জেলার করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার জেলা প্রশাসক জনাব আনারকলি মাহবুব উক্ত সভার সভাপতিত্ব করেন।
সভায় অংশগ্রহণ করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং শেরপুর-১ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, শেরপুর-৩ আসনের মাননীয় সাংসদ জনাব এ কে এম ফজলুল হক, শেরপুর জেলার পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা সিভিল সার্জন জনাব ডাঃ একেএম আনোয়ারুর রউফ, স্থানীয় সরকারের উপ পরিচালক জনাব এ, টি, এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ, বি, এম, এহছানুল মামুন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নমিতা দে, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া, বিজ্ঞ পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা পর্যায়ের করোনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
শেরপুর জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মূলত করোনা ভাইরাসের সংক্রমণ এর উপর ভিত্তি করে জেলার ম্যাপিং এবং জোনিং (রেড, ইয়োলো, গ্রিন) বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন করণীয় সম্পর্কে এ সভায় আলোচনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ