আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে রিক্সা চালকদের মাঝে সরকারি চাল ও নগদ অর্থ বিতরণ

 

 

রনজিত কুমার পাল ( বাবু)
নিজস্ব প্রতিবেদক :

 

নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ জনিত কারনে সবচেয়ে কর্মহীন হয়ে পরেছেন খেটে খাওয়া মানুষ রিক্সাচালকরা। সবাই যদি সরকারি ত্রান পায় রিক্সা ওয়ালারা কেন বঞ্চিত হইবে।এদের তো আমরা রাস্তা ঘাট বন্ধ করেছি আগেই।তাই মানবতার মা মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনায়,আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র সহযোগিতায় ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন ত্রান কার্যক্রম পরিচালনা করেছেন এই সব দুখি মানুষের পাশে দাড়াতে।
আজ মঙ্গলবার (৯ই জুন) ধামরাই ইউনিয়নের ৫০ জন রিক্সা চালককে ১০ কেজি চাউল ও ৩৫ টাকা করে বিতরণ করা হয়।
যদিও এদের জন্য অপ্রতুল তথাপি কিছুটা হলেও ভার লাঘব হবে। ধন্যবাদ প্রধান মন্ত্রী, ধন্যবাদ তারই আস্হাভাজন,ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয়কে।
এ’সময় ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন বলেন- আপনারা কেউ করোনার কারণে আতঙ্কিত হবেন না, সচেতন হোন, স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ