আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ভাড়া প্রদা‌নে চাপ প্র‌য়োগ মা‌লিক‌দের,‌ বিপা‌কে শিক্ষা‌র্থীরা

 

জান্নাতুল  ফেরদৌস আখিঁ :

আজ‌কের শিক্ষা‌র্থী আগামী দি‌নের ভ‌বিষ্যৎ ৷ কিন্তু হটাৎ ক‌রেই COVID-19 এর প্রাদুর্ভা‌বে গত ১৭ মা‌র্চের পর থে‌কেই সারা বাংলা‌দেশ লকডাউন ৷ ফ‌লে অনেক শিক্ষার্থী ব‌া‌ড়ি যে‌তে পার‌লে ও অনে‌কে আটকা প‌ড়ে গে‌ছেন বি‌ভিন্ন এলাকায় ৷ এদের ম‌ধ্যে যারা টিউশ‌নি ক‌রে নিজের এবং প‌রিবা‌রের খরচ চালা‌তো তারা প‌ড়ে‌ছেন বিপা‌কে ৷

অন্য‌দি‌কে এই সংক‌টের ম‌ধ্যে ও মেস,‌হো‌স্টেল কিংবা বা‌ড়ির মা‌লিকরা চাপ প্র‌য়োগ কর‌ছেন ভাড়া প্রদা‌নের জন্য ৷ অনেক জায়গায় আট‌‌কে রাখ‌ছে বাসায় ৷ টিউশ‌নি হা‌রি‌য়ে যা‌দের খাওয়ার পয়সা নেই তারা সব‌চে‌য়ে বে‌শি হিম‌শিম খা‌চ্ছেন ৷

‌খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, অনে‌কে ধার ক‌রে,জ‌মি বন্ধক দি‌য়ে ২-৩ মা‌সের ভাড়া দি‌য়ে‌ছেন ৷ যারা পা‌রেন নি তারা প‌ড়ে‌ছেন বিপ‌দে ৷

এমতাবস্থায়,শিক্ষার্থীরা তা‌দের এই করুনাবস্থা থে‌কে মু‌ক্তি চে‌য়ে সরকা‌রের নিকট বাসা ভাড়া মওকুফ এর আবেদন জা‌নি‌য়ে‌ছেন ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ