আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

দেশবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে নাজনীন আলমের বিশেষ মোনাজাত

 

হাসনাত কাইয়ূম :

 

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার নাজনীন আলম করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করেন।

“হে দয়াময়, মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করুন।

আমরা পাপি, আমরা গুনাহগার। আমাদের ভুল হতেই পারে; আপনি একমাত্র ক্ষমা করার মালিক। বিদেশী শোষণ, মুক্তিযুদ্ধ, বন্যা, খড়া, মহামারী এবং সাইক্লোনে এদেশের কোটি মানুষ প্রাণ দিয়েছে এবং বিপুল সম্পদ হারিয়েছে। তার পরেও এদেশের কৃষক, শ্রমিক, চাকুরীজীবী, প্রবাসী, ব্যবসায়ী, যুবক, তরুণ, ছাত্র, জনতা, রাজনীতিবিদ এবং ধর্মপ্রাণ মানুষের চেষ্টায় এবং আপনার খাস রহমতে আমাদের প্রিয় মাতৃভূমি মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে।

হে মহান স্রষ্টা, আমাদের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যেই হাজার হাজার কোটি টাকার রপ্তানী অর্ডার বাতিল হয়ে গেছে। স্বল্প আয়ের মানুষসহ শ্রমজীবী ও ছিন্নমূল ব্যবসায়ীদের অনেকের রোজগার বন্ধ হয়ে গেছে। আপনার রহমত দ্বারা এদেশকে বাঁচান। এই দূর্যোগ মোকাবেলায় সকলকে জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। পণ্যমূল্য স্থিতিশীল রাখাসহ চিকিৎসা ও অন্যান্য সেবা প্রদানকারী এবং দায়িত্বশীলদের সঠিকভাবে কাজ করার সক্ষমতা দান করুন। জনগনের সর্বোত্তম সেবা দিতে সরকারের উপর খাস রহমত দান করুন। আমাদেরকে পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।

হে মাবুদ, পৃথিবীর অন্যদের তুলনায় আমাদেরকে আপনি গরীব করে রেখেছেন। তার পরেও আমরা আপনার প্রতি সামান্যতম আস্থা হারাইনি। বিশ্বের উন্নত দেশগুলিও এ মহামারি মোকাবেলায় ব্যর্থ হয়েছে। আমাদের মত দেশের মরণ ব্যধি করোনা মোকাবেলার সামর্থ নেই। আপনি আমাদেরকে সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। হাতে গুনা কিছু বিপথগামীদের জন্য এদেশের মানুষকে আপনি কষ্ট দিয়েন না, আপনার রহমত থেকে বঞ্চিত কইরেন না। আমাদের কষ্ট দিয়ে আপনার কোন লাভ নেই; আমরা ভাল থাকলে আপনার কোন ক্ষতিও নেই।

হে আমাদের মালিক, আপনি দয়াবান ও মহান। আপনার কুদরতি শক্তি দ্বারা করোনা ভাইরাস হতে আমাদের সন্তান, পিতামাতা, আত্মীয়-স্বজন, প্রবাসী এবং দেশবাসীকে করুণ রক্ষা করুন। আপনার রহমত দ্বারা পৃথিবী থেকে করোনা ভাইরাস চিরতরে ধ্বংস করে দিন। প্রিয় নবীজীর উছিলায় আমাদের দোয়া কবুল করুন।
আমীন।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ