মতিউর রহমানঃপিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ সংক্রমণে ও ঈদুল ফিতর কে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলাধীন ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন পলাশ।
আজ ২৩ মে (শনিবার) নিজস্ব অর্থায়নে অসহায় কর্মহীন ও সুবিধাবঞ্চিত এক হাজার পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, চিনি, দুধ ও সেমাই সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন পলাশ মুঠোফোনে জানিয়েছে, এই মহামারী করোনা পরিস্থিতিতে বিগত দিনেও তার সহায়তায় কার্যক্রম অব্যাহত ছিল। এ পর্যায়ে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিতরনী কার্যক্রম নিয়েছি এবং বৈশ্বিক মহামারী করোনা কালের পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত তার এ কর্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।