আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ববিতে স্বাধীনতা দিবসে আবাসিক শিক্ষার্থীরা পাবে উন্নতমানে খাবার

ববি প্রতিনিধি:

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৪টি আবাসিক হলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে ইফতারের পূর্বে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে।

শিক্ষার্থীদের হল থেকে আইডি কার্ডের মাধ্যমে বিনামূল্যে টোকেন সংগ্রহ করে খাবার নিতে পারবে শিক্ষার্থীরা। খাবার হিসেবে দেওয়া হবে, রোস্ট,পোলাও, ডিম, কোক, পানি, ফিরনি। এবছর খাবারের বাজেট মাথাপিছু ২৬৫ টাকা৷ বরিশালের স্বনামধন্য একটি রেস্তোরা থেকে খাবার অর্ডার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস৷

তিনি আরও বলেন, প্রতিবারের মতো এবারো স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। সাধারণত দুপুরের খাবার দেওয়া হয়, এবার রমজানের কারণে খাবার ইফতারের পূর্বে দেওয়া হবে। আশা করি খাবারের মান মানস্মত হবে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ