আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

বাগমারায় এমপি এনামুল হকের মাতা সালেহা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

 

রাজশাহী বাগমারা উপজেলা প্রতিনিধি:

 

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের মাতা বিশিষ্ট সমাজ সেবিকা সালেহা বেগমের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার এ উপলক্ষ্যে নিজ বাসা উপজেলার শিকদারী, উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তন এবং ঢাকাস্থ এনা গ্রুপের অফিসে দোয়া ও ইফতার মাহফিল ও পরিবারের পক্ষ থেকে সাঁকোয়া গ্রামে মরহুমার কবর জিয়ারত করা হয়।
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মরহুমা সালেহা বেগমের ছেলে মনিমুল হক, রেজাউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, আব্দুর রউফ প্রমুখ।
অন্যদিকে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সদস্য আলী হাসান, বকুল খরাদী, সামসুল হক, কাউন্সিল হাচেন আলী সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
নির্দিষ্ট স্থান সমূহে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ