আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় কার্টুন কারখানায় আগুন

  • নিজস্ব প্রতিবেদক  

ঢাকার আশুলিয়ায় একটি কার্টুন কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকার একতা বোর্ড মিলে এ আগুন লাগার ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ওই কারখানায় থাকা বিপুল পরিমাণ কার্টুন, কার্টুন তৈরীর কাচামাল পুড়ে গেছে।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি রণস্থল এলাকায় বাবুলের মালিকানাধীন ফ্যাক্টুরীতে আগুনের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১০ টার দিকে ওই কারখানায় আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ বোড কারখানার বাহির থেকে আগুন লেগে বোর্ড কারখানায় আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৪ লাখ টাকার ক্ষতির হয়েছে বলে জানা যায়।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানায়, রাতে সংবাদ পেয়ে বোর্ড কারখানায় তাদের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ