আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়ুয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি’র বদলি

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাদ্রাসা মাঠে আনসারী হুজুরের জানাজায় গণজমায়েতকে কেন্দ্র করে এবার খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানা থেকে সরিয়ে সিলেট জেলার তামাবিল হাইওয়ে থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে এই বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ওসিমইনুল ইসলাম নিজেই। তিনি বলেন, আজ মঙ্গলবার সিলেটের তামাবিল হাইওয়ে থানায় ওসি হিসেবে যোগদান করবো এবং বদলির আদেশপত্র ইতোমধ্যে আমি হাতে পেয়েছি।

ওসি মইনুল ইসলাম আরও বলেন, সেদিন জানাজায় জনসমাগম ঠেকাতে আমাদের (হাইওয়ে পুলিশ) চেষ্টার কমতি ছিল না। থানাপুলিশের পাশাপাশি এখানকার হাইওয়ে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখেন। একসময় সেই জনস্রোতের কাছে নিরুপায় হয়ে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সেই আলোচিত জানাজায় লোকসমাগমের ঘটনায় সরাইল থানার অফিসার ইনচার্জ ও পরিদর্শক (তদন্ত)সহ সরাইল সার্কেল এর এএসপি’কে প্রত্যাহার করে পুলিশ বিভাগ। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করে পুলিশ বিভাগ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ