আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঈশা খার  রাজধানীতে “বাধঁন” 

অবন্তিকা সোহরাওয়ার্দী কলেজ :
শুক্রবার (১৭ মার্চ) পুরান ঢাকার ঐতিহ্যবাহী কলেজ সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের বাঁধন ইউনিটের চড়ুইভাতির আয়োজন করা হয় ঈশা খার নগরী পানাম নগর ও জয়নুল আবেদীনের স্মৃতি জাদুঘর সোনারগাঁও জাদুঘরে।
বাঁধন ইউনিয়নের চড়ুইভাতি কমিটির আহ্বায়ক ছিলেন ইমরান ইমু,যুগ্ন আহ্বায়ক ছিলেন ইয়াসমিন আপু,ননী গোপাল সাহা আর সদস্য সচিব মমিন।
চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন শামসুল আরেফিন সৌরভ, সম্মানিত উপদেষ্টা, বাঁধন, ঢাকা সিটি জোন।মো: সাগর সরদার, সম্মানিত উপদেষ্টা, বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন)।আরিফ হোসেন, সম্মানিত সভাপতি, বাঁধন, তেজগাঁও কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন)।
জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাঁধন, ঢাকা সিটি জোন। জোনাল প্রতিনিধি, বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন)।
এছাড়াও উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ বাঁধন ইউনিটের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
বল নিক্ষেপ, ফুটবল, হাড়ি ভাঙ্গা  খেলার প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠােনে ছিলো গান ও বাঁধন সম্পর্কিত উপস্থিত বক্তব্য , পুরস্কার বিতরণী অনুষ্ঠান, র ্যাফেল ড্রয়ের আয়োজন ছিলো।
দিনব্যাপী ঘোরাঘুরি,সাংস্কৃতিক অনুষ্ঠান,খেলাধুলার মাধ্যমে ঈশা খার রাজধানীতে দিনটি হয়ে উঠে আনন্দমূখর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ