মোশারফ হোসেন,
(নরসিংদী)প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে এসএ টিভির জেলা প্রতিনিধি সজল ভূঁইয়াকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে । গুরুতর আহত সজল ভূঁইয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলার সাংবাদিক নেতারা। একই সাথে অভিযুক্ত চেয়ারম্যানের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
এসএ টিভির সাংবাদিক আহত সজল ভূঁইয়া জনান, বৃহস্পতিবার ঢাকা থেকে এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বাতেন বিপ্লব নরসিংদীতে আসেন চাল চুরি, ১০টাকার চাল বিক্রয় ও কার্ডধারী সুবিধাভোগীদের নিয়ে প্রতিবেদন করার জন্য। ঢাকা থেকে আসা রিপোর্টার তার পূর্ব পরিচিত হওয়ায় তাকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করছিলেন। বাতেন সন্ধ্যার দিকে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যানের সাক্ষাৎকার নিতে যান।
সাক্ষাৎকার নিতে পৌছালে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাশার, সাধারণ সম্পাদক শরীফ ও রুবেল, নোয়াব, শহীদসহ প্রায় ২০জন সন্ত্রাসী তাকে ওই রিপোর্টারের গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে ওই রিপোর্টারের সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
সাংবাদিকের উপর হামলাসহ সকল অভিযোগ অস্বীকার করেছেন আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান। তিনি বলেন, সজল একটি এলপিজি পাম্প করছে। সেখানে নোয়াব নামে গ্রামের একজনের জমি দখল করে মাটি ভরাট করছে। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যানের দরবারও (সালিস) হয়েছে। কিন্তু সে বিচার মানে না। গতকাল সে লোকজন নিয়ে এসে আওয়ামী লীগ অফিসে আমাদের উপর হামলা করে। সেখানে দলের নেতাকর্মীরা ছিল। পরে মারপিট হয়। সেখানে আমাদের দুইজন লোকও আহত হয়েছে।