আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

মসজিদের দানের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার-১

সাভার প্রতিনিধি :

সাভারে দুই জুম্মা বারের সাধারণ মানুষের দানের প্রায় ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মিজান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় রাতে মামলা দায়ের করেন মসজিদের সাধারন সম্পাদক মনির হোসেন।

শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম ।

এর আগে ভোর রাতে সাভারের সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও কমপক্ষে ৫ জন পলাতক রয়েছেন।

গ্রেপ্তার মিজান সাভার পৌরসভার সবুজবাগ এলাকার মৃত রওশন আলীর ছেলে। তিনি ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের একনিষ্ঠ কর্মী। এছাড়া অন্যান্য আসামিরা হলেন,

ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম (৪৭), সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহমেদ (৬০), জানে আলম (৪৮), লতিফ খান (৬০) ও বিল্লাল (২৫)। তারা সবাই সাভারের সবুজবাগ এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, প্রতি জুম্মা বারে মসজিদে সাধারণ মানুষ দান করে থাকেন। গত ৫, ১২ আগস্ট জুম্মা বারে প্রায় ১৭ হাজার টাকা দান করেন সাধারন মানুষ।

এই টাকা মসজিদের ইমামের জিম্মায় থাকাকালীন সময়ে তার কাছ থেকে পর্যায়ক্রমে গত ৫ ও ১২ আগস্ট ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। গত ১৯ আগস্ট জুম্মার দানের টাকাও তারা ছিনিয়ে নেন।

এঘটনায় স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা টাকা ফেরত দিতে বললেও তারা তাদের কাজ চলমান রাখেন।

পরে মসজিদ কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন বাদী হয়ে গতকাল রাতে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা দায়ের হলে ভোররাতে অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

মসজিদ কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন বলেন, থানায় অভিযোগ দায়ের করলেও টাকা ফেরত দেয় নি অভিযুক্তরা । বরং তারা গত ১৯ আগস্ট জুম্মাবারের টাকাটাও জোরপূর্বক নিয়ে যায়।

পরে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছি। এঘটনায় পুলিশ মিজান নামের একজনকে প্রেপ্তার করেছে বলে শুনেছি।

এব্যাপারে মামলার ২ নং আসামি কবির আহমেদ বলেন, দুই সপ্তাহের টাকা ভাই আমি হাত দিয়ে ধরি নাই, তবে টাকা আছে।

গত ৫ আগস্ট ৮ হাজার ৬০০ টাকা ও ১২ আগস্ট ৯ হাজার ২০০ সামথিং টাকা উঠেছে। তবে এই টাকাটা কার কাছে আছে আমি জানলেও বলতে পারবো না। আপনি সংবাদ করেন, যা ইচ্ছা করেন।

সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, এব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ