আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

পা কেটে জয় বাংলা শ্লোগান দিয়ে উল্লাস : দুই নেতা গ্রেফতার

 

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রোববার ঘটে যাওয়া দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান ও অপর গ্রুপের দলনেতা কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা কাউসার মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতারের সংখ্যা ৪২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন।

পুলিশের একটি সূত্র জানায়, সংঘর্ষের ঘটনার মূলহোতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে সোমবার ভোরে ঢাকার কলাবাগান থেকে ও থানাকান্দি গ্রামের কাউছার মোল্লাকে রোববার গভীর রাতে আশুগঞ্জের বায়েরক গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওই দুজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ