আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সাভার সেনানিবাসে ৮ম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

মোঃ শামীম হোসেন:

সাভার সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিন ব্যাপী শেষ হয়েছে ৮ম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট।

শনিবার রাতে গলফ ক্লাব হাউজ মিলনায়তনে গলফ খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

৮ম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট আয়োজনে তিন দিন ব্যাপী এ খেলায় বিদেশী গলফার্সসহ বাংলাদেশের সকল গলফ ক্লাবের ৩২০ জন গলফার অংশ গ্রহণ করেন।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগন এবং সদস্য সচিবসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে টুর্নামেন্টে শরীফ হোসেন খান উইনার এবং মিসেস ইলোরা সোলাইমান লেডিস উইনার হবার গৌরব অর্জন করেন। এছাড়াও এ টি এম আইমান ফাবিয়ান জুনিয়র উইনার, লি লং নন মেম্বার উইনার, ব্রিগেডিয়ার জেনারেল এজাজ (অব:) সিনিয়র উইনার,

এনায়েত উল্লাহ সুপার সিনিয়র উইনার, ড.এম এস কবীর ভ্যাটার্ন উইনার এবং সাইফ আহমেদ চৌধুরী নিউ গলফার উইনার হবার কৃতিত্ব অর্জন করেন।

পুরুস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজাপ ওয়ান তারকা জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা ও তার দল।

এর আগে শনিবার সকালে সাভার গলফ ক্লাবে তিন দিনব্যাপি ৮ম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার গলফ ক্লাবের প্রশাসন ও অর্থ পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ