আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

সাভারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ শামীম হোসেন :

সাভারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান। সার্বিক সহযোগিতা করেন সাভার মডেল থানা পুলিশের একটি দল।

উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো, চালক ও সহযাত্রীর হেলমেট না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় ১২টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত মোটরসাইকেল ও যানবাহন চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ