আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

সাভারে নির্বাচনি প্রচারণায় হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় মেম্বার প্রার্থীর নির্বাচনি প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় একটি ব্যাটারীচালিত অটোরিকশায় হামলা করে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নয়াপাড়া বুরুজ পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নির্বাচনি প্রচারণার গাড়িতে থাকা জসীম বলেন, আমরা ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ আলীর মোরগ মার্কার নির্বাচনি প্রচারণা করছিলাম। সারা দিন ভালভাবেই প্রচারণা চালিয়েছি। কিন্তু প্রচারণা শেষে ফেরার পথে বুরুজপাড় এরাকায় আমাদের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। আমাদের গাড়ির পিছন দিয়ে এসে গাড়িতে লাথি ও চাকু দিয়ে গাড়ির পিছনে আঘাত করতে থাকে। পরে ভয়ে আমরা গাড়ি থেকে নেমে পরি। গাড়ি থেকে নামার পর হামলাকারীরা পালিয়ে যায়।

এব্যাপারে মেম্বার প্রার্থী মোহাম্মদ আলী বলেন, ঘটনার পরপরই আমি আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছি। এছাড়া নির্বাচন কর্মকর্তা বরাবরও অভিযোগ করবো।

এদিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এব্যাপারে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বলেন, আমরা ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনি প্রচারণাকালে ঘোরা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সামনে আমাদের প্রচারণার বহরে হামলা করেন তার সমর্থকরা। এঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের দুইজনসহ মোট ৩ জন আহত হন। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।

এব্যাপারে সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ-আলম বলেন, দুপুরে একটা হাতাহাতির ঘটনা ঘটেছিল। সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটা তেমন কিছু না। কোন হতাহতের ঘটনা ঘটে নি।

প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপে সাভারের ১০ টি ইউনিয়ননে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সাভারের দুটি ইউনিয়ন বাদে ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন, সংরক্ষিত পদে ১১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫৭ জনসহ সর্বমোট ৫২৬ জন। এর মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ২ জন ও সাধারণ সদস্য পদে ১০ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী হিসাবে আওয়ামীলীগের ১১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন, জাকের পার্টি ২ জন ও স্বতন্ত্র প্রার্থীর ১৮ জন প্রতিদ্বদন্দ্বিতা করছেন। সাভারে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লাখ ৬৭ হাজার ৬৮৯ জন ও মহিলা ভোটার-২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ