আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

আশুলিয়া নৌকার নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম সুরুজের নির্বাচনি প্রচারণার অস্থায়ী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের কলতাসূতি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা গেছে, এদিন রাত দশটারদিকে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিভিন্ন বাড়িতে ভোট চাইতে চলে যান।

এ সময় অফিসে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম সুরুজ অভিযোগ করে বলেন, এ এলাকায় দুবার আমি বিপুল ভোটে নৌকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

এবারও আমার অবস্থান খুবই ভালো। সেকারণে বিদ্রোহী প্রার্থীসহ বিএনপির যারা আছে তারা হিংসা, ক্ষোভে এবং জিদ থেকে এ কাজ করেছে।

আশুলিয়া থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে চেয়ারসহ কিছু ব্যানার পুড়ে গেছে।

স্থানীয়রা আগুন নিভিয়েছে তবে তারা কাউকে চিনতে পারেনি। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ