আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে আ.লীগের প্রার্থীসহ ২৬ জনের জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক :

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভারের ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২৬ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন।

আওয়ামী লীগের ওই প্রার্থী হলেন কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাজী মো: মেশের আলী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এবারের ইউপি নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হয়ে তিনি পরাজিত হন। তাঁর প্রাপ্ত ভোট ৮৫৮টি। ওই ইউনিয়নে বৈধ ভোটের সংখ্যা ১৩ হাজার ৮৬১।

ইউপি নির্বাচন বিধিমালা ২০১০–এর ৪৪–এর ৩ ধারা অনুযায়ী, নির্বাচনে ভোটারদের দেওয়া মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বুধবার উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত একজনসহ ২৬ প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। তবে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ফখরুল আলম সমর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পরে ঘোষিত ফলাফল শেষে জানা যায়, কাউন্দিয়া ইউনিয়নে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ৮শ ৭৫। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেশের আলী পেয়েছেন ৮শ ৫৮ টি ভোট।

এ ইউনিয়নে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোটের ব্যাবধানে মেশের আলীর অবস্থান তৃতীয়। ৬ হাজার ৫শ ৮১ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম খান নির্বাচিত হয়েছেন।

এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন কবিরাজ ১শ ১৬টি ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

সাভার সদর ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ২০ হাজার ৩শ ৭০ টি। এ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আল-মাহমুদ বিশ্বাস ৫শ ৯০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

বনগাঁও ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ২০ হাজার ২শ ৬৩টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোক্তার হোসেন ৪শ ৩৪ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

ভাকুর্তা ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ২৩ হাজার ৮শ ৭৫ টি। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন ৫৪ ভোট, মো. নুরুল আমিন ৭শ ৯৮ ভোট, শহিদুল ইসলাম ৮৫ ভোট ও ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান মোরতাজ ১ হাজার ৫শ ২৬ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

আমিন বাজার ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৮ হাজার ৪শ ৫৮ টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শফিকুর রহমান জামানত হারাচ্ছেন। তিনি পেয়েছেন ৪শ ১৯ ভোট।

বিরুলিয়া ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৮ হাজার ৬শ ৩০ টি। এদের মধ্যে জাতীয় পার্টির মো. উজির মাহমুদ পেয়েছেন ১শ ৮৩ ভোট, স্বতন্ত্র মো. গিয়াস উদ্দিন ৭শ ৭৪ ভোট, মো. মহসীন মন্ডল ১৮ ভোট ও মো. শাহীন মিয়া ৩শ ৩৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

ইয়ারপুর ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৫ হাজার ৩২ টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোকলেছুর রহমান ৩ হাজার ১শ ৪৪ ও জাতীয় পার্টির মো. আল কামরান ৮শ ৯৩ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

শিমুলিয়া ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৬ হাজার ৫শ হাজার ৪৬ টি। জামানত হারাচ্ছেন ৫ প্রার্থী। এরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী জাকির হাসান তিনি পেয়েছেন ৭শ ৬৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়েজ হোসেন ৬শ ২৫, স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন ৩শ ৬৮, মো. জিয়াউর রহমান ৩০ ও মো. সাইদুর রহমান ৩০ ভোট।

আশুলিয়া ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ৪০ হাজার ৬শ ১৪ টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আঃ কাইয়ুম ৩ হাজার ৩৪ ভোট ও জাকের পার্টি মনোনীত মো. বদরুল আলম ২শ ১১ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

পাথালিয়া ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৫ হাজার ৫শ ৫৪ টি। এ ইউনিয়নে জামানত হারাচ্ছেন ৩ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলফাজ উদ্দিন সিরনিয়াবাত ১ হাজার ৩শ ৪৭, জাকের পার্টির মো. কুটি মিয়া ২শ ৭৪ ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান সিরাজ ৪শ ৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

সাভার উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দিন শিকদার বলেন, ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা করে জামানত দিতে হয়।

সেই জামানতের টাকা ফেরত পেতে ওই ইউনিয়নের মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে জয়। যেসব প্রার্থী এই পরিমাণ ভোট পাবেন না, তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ